JALPAIGURI A Song About My City By Off The End(INDIA)

JALPAIGURI A Song About My City By Off The End(INDIA)

January 16, 2020 100 By Kailee Schamberger


সূর্য দেখার ভোরে শহর আমার চোরা বালি দিয়ে ঘেরা শহর আমার বৃষ্টি ভেজা রাস্তা মনে পরে কি সবার? তোমার বুকে শান্তি আছে মায়ের কোলের আবার উষ্ণতাও আছে তোমার তীব্রতায় শীতল পনাও আছে তোমার নম্রতায় চল-জলপাইগুড়ি চল জলপাইগুড়ি চল জলপাইগুড়ি জলপাইগুড়ি জলপাইগুড়ি মন খারাপের দিন সবার আসে মেডিসিন বা উপায় বোলে চলো তিস্তার ঘাটে জুবিলি পার্কেই বসে আড্ডা চায়ের চুমুকে ফিরে পাবার স্বাধীনতায় দুর্গা পুজোয় আমার সন্ধানী বিছরে যাওয়া বন্ধুদের মিলন গামি কালী পুজোতেই সবার সেরা যুব মঞ্চেই ঘোরাফেরা দল বেধে চল লাটাগুরি আমরাই হবো আমরাই হবো লাটাই ছারা ঘুড়ি লাটাই ছারা ঘুড়ি অন্য শহর ডাকছি তোমায় রইল নিমন্ত্রণ… এসো আমার শহর ঘুরে দেখো আমাদের করো আপন অন্য শহর ডাকছি তোমায় রইল নিমন্ত্রণ এসো আমার শহর ঘুরে দেখো আমাদের করো আপন আছে জলদাপাড়া আছে গরুমারা আছে ময়নাগুড়ি আছে ঐতিজ্য ঘেরা আমার শহর খানি শহর খানি…… কি দিতে পারি কি দিতে পারি…! আমাদের মনে গড়া শুধুই শহর খানি কিছু স্মৃতি কিছু কিছু আলসে ঘেরা তোমাদের কাছে পূর্ণ মনে আমাদের ভরা …জলপাইগুড়ি… …জলপাইগুড়ি… …জলপাইগুড়ি… …জলপাইগুড়ি… …জলপাইগুড়ি… …জলপাইগুড়ি… …জলপাইগুড়ি… …জলপাইগুড়ি… Lyric © Anirban Roy Ron